বিদেশ

বাংলায় স্প্যানিশ শিক্ষার সেন্টার অফ এক্সিলেন্স তৈরির করতে মাদ্রিদে বৈঠক মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর

প্রথম দিনেই স্পেন থেকে বাংলার শিক্ষার জন্য সুখবর এল। বাংলায় স্প্যানিশ শিক্ষার সেন্টার অফ এক্সিলেন্স তৈরির জন্য স্পেনের ডিজি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, গুইলার্মো ইস্ক্রিবানোর সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । বৃহস্পতিবার স্পেনের টাইম অনুযায়ী বেলা ১১টা নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে মুখ্যসচিব ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন শিল্পসচিব বন্দনা যাদবও। বৈঠক শেষে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, এই বৈঠকে উভয় দেশের যৌথ উদ্যোগে স্প্যানিশ ভাষা শিক্ষার সেন্টার অফ এক্সিলেন্স তৈরির বিষয়ে আলোচনা হয়েছে । এক্ষেত্রে এই সেন্টার অফ এক্সিলেন্স তৈরি হলে শুধুমাত্র ছাত্র-ছাত্রীরা নতুন একটা ভাষা শিক্ষার সুযোগ পাবে তাই নয়, আরও বেশি করে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়বে ৷ মুখ্যসচিব আরও জানিয়েছেন, সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে যে শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে, তাতে বিদেশি ভাষা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান তথ্যপ্রযুক্তি শিল্প থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই বিদেশি ভাষা শিক্ষার গুরুত্ব রয়েছে ।তিনি আরও জানিয়েছেন, এই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে স্পেনের বিশ্ববিদ্যালয় ও ভারতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের আদান-প্রদানের মাধ্যমে স্প্যানিশ ভাষা শেখানো হবে । এখানকার শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে ওই সেন্টার অফ এক্সিলেন্সে আদর্শ শিক্ষার ব্যবস্থা করা এই বৈঠকের মূল উদ্দেশ্য । এছাড়া ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কীভাবে বিভিন্ন ক্ষেত্রে তা ব্যবহার করা যায়, তা নিয়েও এদিন আলোচনা হয়েছে । পশ্চিমবঙ্গেও যাঁরা এই ক্ষেত্রে কাজ করছেন, তাঁদের সঙ্গে একটা এমওইউ-র মাধ্যমে কীভাবে পুরো বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়া যায়, সবটাই আলোচনা হয়েছে বৈঠকে । যদি শেষ পর্যন্ত এটা বাস্তবায়িত হয়, তাহলে লাভবান হবে এই রাজ্যের ছাত্রছাত্রীরা । যা ভবিষ্যৎ জীবনে তাঁদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ।