কলকাতা

GST সংগ্রহে এগিয়ে বাংলা! অর্থ দফতরকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

ফের বাংলার মুকুটে নয়া পালক! ২০২৪-২৫ অর্থবর্ষে জিএসটি (GST) সংগ্রহের ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যের হারের তুলনায় বাংলার হার সবচেয়ে বেশি। ইতিমধ্যেই এই তথ্য সামনে এসেছে। আর সেই খবর এক্স হ্যান্ডেলে নিজেই পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্বাভাবিকভাবেই রাজ্যের মুকুটে এই নয়া পালকে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতরকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, কয়েকদিন আগে বিদ্যুতেও সেরার শিরোপা পেয়েছিল বাংলা। সেবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ WBPDCL-এর সাঁওতালদিহ তাপবিদ্যুৎ কেন্দ্রকে প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে স্থান দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় বীরভূমের বক্রেশ্বর কেন্দ্র, চতুর্থস্থানে সাগরদিঘি এবং নবম স্থানে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র। আর এবার অর্থ দফতরেও সেরার শিরোপা পেল বাংলা।