কোনও বেসরকারি সংস্থার সমীক্ষার রিপোর্টও নয়। এমনকি নয় কোনও ভিন দেশী সংস্থার রিপোর্ট। এই রিপোর্ট খোদ নরেন্দ্র মোদির সরকারের হাতে জন্ম নেওয়া নীতি আয়োগের। আর সেই নীতি আয়োগের রিপোর্টই এখন মুখ পোড়াচ্ছে বিজেপির। সেটাও দেশজুড়ে। আবার এই রিপোর্টই বলছে ভাল আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। বহুমাত্রিক দারিদ্র সূচকের নিরিখে বা Multidimensional Poverty Index হিসাবে দেখা যাচ্ছে দেশের মধ্যে যে সব রাজ্যে গরিবির হার ১০ শতাংশের বেশি, সেই সব রাজ্যের মধ্যে ৮টি রাজ্যই বিজেপি শাসিত রাজ্য। যা কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গরিবি হটাও’-র স্বপ্ন চুরমার করে দিয়েছে। তাঁর সরকারের সাফল্য নিয়েও প্রশ্ন তুলে ধরেছে। একই সঙ্গে নীতি আয়োগের রিপোর্ট বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দেশের মধ্যে সব থেকে দ্রুত গতিতে দারিদ্রতা কমছে বাংলার বুকে।