প্রথমে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী প্রকাশ্যে আনে ভিডিয়ো। তারপরই সেটি শেয়ার করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, ভেতর থেকেই ভাঙা হচ্ছে চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির কাঁচ। একটি ভিডিও শেয়ার করা হল ‘বাংলার গর্ব মমতা’ প্রোফাইল থেকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির কাঁচ ভিতর থেকে ভাঙা হচ্ছে। বিষয়টি লাল রঙের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। আর তাতে জ্যাকেট ব্যবহার করে লেখা হয়েছে, ‘পরাজয়ের ভয়ে ঘাবড়ে গিয়েছে বিজেপি।নিজেই গাড়ির কাঁচ ভেঙে নাটক করছে লকেট!’ ভিডিওর ক্যাপশনে ‘বেঙ্গল রিজেক্টস বিজেপি’ হ্যাশট্যাগ ব্যবহার করে লেখা হয়েছে, ‘আর কত নাটক করবেন লকেট চট্টোপাধ্যায়? বিজেপি আর কত মিথ্যা বলবে বাংলার মানুষকে? গাড়ির কাঁচ ভাঙছে ভিতর থেকে কিন্তু দিব্যি মিথ্যা বলে দিচ্ছেন? এই আপনাদের সংস্কৃতি, আদর্শ? ঠিক এই জন্যই বাংলা আপনাদের প্রত্যাখ্যান করেছে।’ যদিও ভিডিওর সত্যতা বঙ্গ নিউজ যাচাই করা হয়নি।