গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১২ হাজার ১৯৩ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ১ হাজার ৮৫৭ জন। দিন কয়েক আগেই যে সংখ্যাটা ছিল ৩ হাজারেরও বেশি। সংক্রমণের নিরিখে এদিন অবশ্য ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ২ হাজার ৫২৫ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৯৫৭। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ৭৫৩ ও ৫৮৩ জন। তবে এখনও উদ্বেগে রাখছে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিং। ২৪ ঘণ্টায় ৬৩০ জন করোনা পজিটিভ হয়েছেন সেখানে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩ লক্ষ ৪৩ হাজার ৪৪২ জন। একদিনে করোনার বলি ১৪৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৫ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে কোভিডে।