রাজ্যের দুই চিড়িয়াখানায় আসতে চলেছে দুই নতুন অতিথি। একটি কলকাতার আলিপুর চিড়িয়াখানা এবং অন্যটি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। তবে বাইরের কোন রাজ্য বা দেশ থেকে নয়। কেন্দ্রীয় জু অথরিটির অনুমোদনে প্রাণী বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে ওই দুই অতিথিকে বিনিময় করা হবে। আলিপুর চিড়িয়াখানা থেকে বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হবে একটি সিংহী। আর বেঙ্গল সাফারিকে পার্ক থেকে আলিপুরে পাঠানো হবে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। সব ঠিক থাকলে চলতি মাসেই রাজ্য জু অথরিটি ওই দুই প্রাণীর বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করবে। আর বেঙ্গল সাফারি পার্কে সিংহী আসলে সংখ্যা বেড়ে হবে চারটি। এই বিষয়ে রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “বেঙ্গল সাফারিতে বাঘ প্রজননের পর সিংহ প্রজননেও আমরা সাফল্য লাভ করেছি। ইতিমধ্যে আটটি বাঘ আমরা অন্যান্য চিড়িয়াখানায় পাঠিয়েছি। সিংহ শিডিউল এক তালিকার প্রাণী। সেটিকে সংরক্ষণ করা প্রয়োজন। বেঙ্গল সাফারিতে সিংহ খুব ভালো প্রজনন করেছে । তাই এবার আমাদের লক্ষ্য বাঘের পাশাপাশি সিংহ প্রজননেও জোর দেওয়া।” জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, “সিংহী আনার বিষয়টি প্রক্রিয়ায় রয়েছে । অনুমোদন চাওয়া হয়েছে । হলে সব জানা যাবে।” বেঙ্গল সাফারি পার্কে বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ১১ টি। গত বছর এপ্রিলে একটি রয়্যাল শাবকের জন্ম হয়েছে সাফারিতে। তারপর গত বছর ফেব্রুয়ারি মাসে ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা থেকে আনা হয় সুরজ ও তনয়া নামে একজোড়া সিংহ দম্পতিকে। ১১ মাস আগে ওই দম্পতি দু’টি শাবকের জন্ম দেয়। কিন্তু একটি শাবকের মৃত্যু হয়। পরে অবশ্য অন্য শাবকটিকে বাঁচাতে সক্ষম হয় সাফারি পার্ক কর্তৃপক্ষ। দ্বিতীয়বার প্রজননের জন্য আলিপুর চিড়িয়াখানা থেকে একটি সিংহী আনার প্রক্রিয়া শুরু করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।
