আজ কলকাতায় এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা আরও নামতে পারে। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ পড়তে পারে । অবাধ উত্তুরে হাওয়ায় আরও নামবে পারদ, এমনই ইঙ্গিত আবহাওয়া দফতরের। কলকাতায় পরিষ্কার আকাশ। গতকাল কলকাতায় (Kolkata) তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি, আজ সেটাই আরও এক ডিগ্রি কমে হয়ে দাঁড়িয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজই কলকাতার শীতলতম দিন। হাওয়া অফিসের মতে বর্তমানে রাজ্যে আবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। কোনও বাধা আপাতত নেই। তাই চলতি সপ্তাহের শেষে আরও শীত পড়তে পারে বলেও আশা করা হচ্ছে। এমনিতেই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় বেশি ঠান্ডা পড়ে। সেই অনুযায়ী দুই বঙ্গেই আপাতত শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের শেষের দিকে দুই বঙ্গের তাপমাত্রাই দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ঝাড়খণ্ড ও বিহার লাগোয়া জেলাগুলিতে বেশি শীত অনুভূত হবে। আপাতত এই রাজ্যের ওপর কোনও ঘূর্নাবর্তের প্রভাব না থাকায় শীতের পথে কোনও কাঁটা নেই। অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ বর্তমানে অবস্থান করছে অন্ধ্র ও তালিমনাড়ু উপকূলে। ধীরে ধীরে সেটি শক্তি হারাচ্ছে। অন্যদিকে আন্দামান সাগরে একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সেটি থেকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তা পরবর্তীকালে নিম্নচাপে পরিণত হতে পারে। সেটির গতিবেগ আর অবস্থানের দিকে নজর রয়েছে হাওয়া অফিসের। তবে তেমন কিছু না হলে চলতি সপ্তাহের শেষ থেকে তাপমাত্রার পারদ আরও কমবে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।