পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই রাজ্যজুড়ে শীতের দাপট। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনেরবেলাতেও থাকবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শীতের আমেজ বজায় থাকবে আরও একদিন। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জেরে বাধা পাবে উত্তুরে হাওয়া। ফের বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,
এই আমেজ ২০ তারিখ পর্যন্ত বহাল থাকবে। তারপর ফের আবহাওয়া পরিবর্তন হবে। ২১ তারিখ থেকে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার আগে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই। ২১ তারিখ উপকূল ও লাগোয়া জেলা, অর্থাৎ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সেদিন থেকেই গোটা বঙ্গে রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ শুষ্ক আবহাওয়া থাকবে। কাল অর্থাৎ ১৯ তারিখে দার্জিলিং, কালিম্পং এর হালকা বৃষ্টি হবে। ২০ তারিখে
উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং,কালিম্পং,কোচবিহার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জায়গাগুলোয় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ তারিখে উত্তরবঙ্গের সব জায়গাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুই বঙ্গেই এখন সকালের দিকে কুয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে কুয়াশামুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।