কলকাতা জেলা

বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গের দিকেই ধয়ে আসছে, ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতাঃ আবারও ঘূর্ণাবর্তের পূর্বাভাস। বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি সঞ্চয় করছে। যার জেরেই কলকাতা সহ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রামে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন অর্থাৎ, ২৮ সেপ্টেম্বর বৃষ্টি হবে রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে মায়ানমার উপকূলের কাছে পূর্বমধ্য ও সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে সরে আসবে।  ফলে ২৮ ও ২৯ তারিখ অর্থাৎ মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, ২৮ তারিখ দুই মেদিনপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও কলকাতার কিছু অংশেও ভারী বৃষ্টির সতর্কতা হয়েছে।  বৃষ্টি চলবে ২৯ তারিখেও। এদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হবে বাকি জেলাগুলিতেও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।