বিশ্ব উষ্ণায়নের জেরে এখন পরিবেশবিদরা জোর দিচ্ছেন বিকল্প শক্তির ওপর যা বিদ্যুতের নিরবিচ্ছিন্ন যোগান দিতে পারবে। কয়লা পুড়িয়ে তাপবিদ্যুত উত্পাদনে তাঁরা ক্রমশ রাশ টানার কথাও বলছেন। সেই কথা মাথায় রেখেই দেশের কেন্দ্রে সরকার ও রাজ্য সরকার সৌরবিদ্যুত্ উত্পাদনের ওপর জোর দিয়েছে। ঠিক এই রকম অবস্থায় বিদ্যুত্ উত্পাদনের নিরিখে দেশের মধ্যে সেরা তাপবিদ্যুত্ কেন্দ্র হিসাবে সামনে উঠে এল এ রাজ্যেরই এক তাপবিদ্যুত্ কেন্দ্র। বিদ্যুৎ উৎপাদনে দেশের মধ্যে প্রথম হল সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। শুধু সাঁওতালডিহিই নয়, রাজ্যের আরও এক তাপবিদ্যুৎ কেন্দ্র বক্রেশ্বর গোটা দেশে দশম স্থান অধিকার করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার টুইটে রাজ্যের এই সাফল্যের কথা জানান।বৃহস্পতিবার টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে থাকা সাঁওতালডিহি তাপবিদ্যুত্ কেন্দ্র
চলতি বছর এপ্রিল থেকে অগস্ট মাসের মধ্যে বিদ্যুত্ উত্পাদনে দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে। দেশের সেরা দশ তাপবিদ্যুত্ কেন্দ্রের মধ্যে রয়েছে বক্রেশ্বর তাপবিদ্যুত্ কেন্দ্রও। এই কৃতিত্বের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই।’ চলতি বছরের এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এই বিদ্যুৎকেন্দ্রগুলি যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে, তার নিরিখেই এই সাফল্য বলে জানান মুখ্যমন্ত্রী। সূত্রে খবর, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনে থাকা কেন্দ্রীয় ইলেকট্রিসিটি অথরিটি দেশে কোন কেন্দ্র সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করছে, তার হিসেব রাখে। তারাই দেশের বিদ্যুৎকেন্দ্রগুলির র্যাঙ্কিং দেয়। সেই কেন্দ্রীয় ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে, WBPDCL-এর অধীনস্থ সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রটি দেশের মধ্যে যত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তার মধ্যে এপ্রিল থেকে আগস্টের মধ্যে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, “বিদ্যুৎ-পরিবারে সার্বিক সাফল্য এবং টিমের পরিশ্রমের ফসল। এই সম্মান দপ্তরের ইঞ্জিনয়ার এবং প্রতিটি কর্মীকে আরও উৎসাহিত করবে।”