সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ বেঙ্গালুরুর উইলসন গার্ডেনের কাছাকাছি লাক্কাসান্দ্রা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি তিনতলা বাড়ি ৷ বেঙ্গালুরুতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় সেই বাড়ির মালিকের বিরুদ্ধেই দায়ের হল এফআইআর ৷ অভিযুক্তের নাম সুরেশ ৷ এই বাড়িতেই ভাড়া থাকতেন নাম্মা মেট্রো প্রকল্পের শ্রমিকরা ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাড়িটি তৈরি করা হয়েছিল ১৯৬২ সালে ৷ তৈরি করেছিলেন নানজাপ্পা নামে এক ব্যক্তি ৷ তাঁরই ছেলে সুরেশ ৷ বর্তমানে তিনিই বাড়ির মালিক ৷ বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্বও ছিল সুরেশের কাঁধেই ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বছর দুয়েক আগেই বাড়ির নানা জায়গায় ফাটল ধরতে শুরু করে ৷ কিন্তু, সুরেশ বিষয়টিকে পাত্তা দেননি ৷