কলকাতা

অন্ধকারের সেরা নিদর্শন গুজরাত, মোদিকে বাংলা নয়, নিজের রাজ্যের প্রতি নজর দেওয়ার পরামর্শ দিলেন ব্রাত্য বসু

এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘ওঁর বক্তৃতা শুনে আমার গগনেন্দ্রনাথ ঠাকুরের ভোঁদর বাহাদুর-এর কথা মনে পড়ে যাচ্ছে। যনি অনেক কথা বলতেন, বাড়তি কথা বলতেন কিন্তু সত্যি বলতেন না।’ মোদিকে বাংলা নয়, নিজের রাজ্যের প্রতি নজর দেওয়ার (গুজরাত) পরামর্শ দিলেন ব্রাত্য বসু । আজ তৃণমূলের সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, অন্ধকারের সেরা নিদর্শন গুজরাত । গুজরাতের অনেক শিক্ষক পেনশন পান না । গুজরাত বাজেটের মাত্র ২ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করে । মহিলাদের কথা বলেন, কিন্তু মহিলাদের সংরক্ষণ বিল আনেন না । তিনি আরও বলেন, ” গুজরাত শিশুমৃত্যুর হার উঁচুতে । ৯৪ শতাংশ শ্রমিক পান সর্বনিম্ন ভাতা । গুজরাত হাইকোর্ট পাঁচবার রাজ্য সরকারকে সতর্ক করেছে । আদিবাসী-মৎস্যজীবীদের দিকে তাকাতে বলেছে আদালত ।” কৃষক আন্দোলন নিয়েও মোদিকে আক্রমণ করতে ছাড়লেন না তিনি । কৃষকদের প্রতি প্রধানমন্ত্রীর কোনও সমবেদনা নেই জানিয়ে তিনি বলেন,”মুখে কেন্দ্র গো-রক্ষার কথা বললেও, আসলে কৃষকদের ভালবাসেন না । উনি তো কৃষকদের জন্য কাঁদেন না । রাজ্যসভা থেকে বিরোধী দলনেতা (গুলাম নবি আজাদ) চলে যাওয়ার জন্য কাঁদেন ।”

https://www.facebook.com/AITCofficial/videos/253518216374147