পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি ও জিএসটি আইনের প্রতিবাদে শুক্রবার ভারত বনধের ডাক দিয়েছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। সংগঠনের দাবি, তাদের সমর্থন করেছে ৪০ হাজার ব্যবসায়ী সংগঠনের আট কোটি ব্যবসায়ী। পাশাপাশি কেন্দ্রের উপর চাপ বাড়াতে ওই বন্ধকে সমর্থন করেছে অল ইন্ডিয়া ট্রান্সোপর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা ওই একই দিনে চাক্কা জ্যাম কর্মসূচি নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে না। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন পেট্রল-ডিজেলের কর কমানোর জন্য কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধি করা দরকার। তিনি বলেন, এটা জানি যে কেন্দ্র ও রাজ্যগুলির রাজস্ব বাড়ানোর একটা চাপ রয়েছে। কিন্তু মূল্যবৃদ্ধির দিকটিও নজরে রাখতে হবে। নির্মলা সীতারামনও কেন্দ্র ও রাজ্যগুলিকে এ ব্যাপারে আলোচনা করতে বলেছেন। তিনি বলেছেন, এটা লুকানোর কিছু নেই যে কেন্দ্র ও রাজ্য পেট্রপণ্য থেকে রাজস্ব আদায় করে। কিন্তু মানুষের বোঝাও কমানো দরকার।