আজ উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে আয়োজিত হল কিষাণ মহাপঞ্চায়েত ৷ সেই উপলক্ষে ১৫টি রাজ্য থেকে ৩০০টিরও বেশি কৃষক সংগঠনের সদস্যরা এদিন এখানে পৌঁছে যান ৷ মহাপঞ্চায়েতের মঞ্চ থেকে কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখা হয় ৷ এদিকে, এই একই কারণে আগামী ২৭ সেপ্টেম্বর সম্পূর্ণ ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা ৷ কৃষক নেতারা জানিয়েছেন, মহাপঞ্চায়েতের এই জমায়েতই প্রমাণ করছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ তাঁদের আন্দোলনকে সমর্থন করছেন ৷ এই প্রসঙ্গে মোর্চার তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ তাতে বলা হয়েছে, ‘‘কৃষকের ক্ষমতা কতটা, শ্রমিকের ক্ষমতা কতটা, কৃষক আন্দোলনের সমর্থকদেরই বা কতটা শক্তি রয়েছে, এই মহাপঞ্চায়েতই যোগী আর মোদি সরকারের কাছে তা স্পষ্ট করে দিল ৷ গত নয় মাসের মধ্যে কৃষকদের এই জমায়েত বৃহত্তম ৷’’