কলকাতা

ভবানীপুরে গুজরাতি দম্পতি খুন-কাণ্ডে হারিয়ে যাওয়া ফোন মিলল ধর্মতলার ম্যানহোল থেকে

ভবানীপুরে গুজরাতি দম্পতি খুন-কাণ্ডে খোয়া যাওয়া একটি মোবাইল উদ্ধার করল পুলিস। ধর্মতলায় এসএন ব্যানার্জী রোডের পাশে একটি ম্যানহোল থেকে মোবাইলটি উদ্ধার করে লালবাজারের এআরএস টিম। হত্যাকাণ্ডের পর থেকে মৃতদের মোবাইলের খোঁজ করছিলেন তদন্তকারীরা। শেষ লোকেশন ট্র্যাক করে একটি মোবাইলের খোঁজ পাওয়া যায়। ইতিমধ্যেই ফোনের কললিস্ট খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিস। ঘটনার আগে ও পরে ওই ফোনে কোন কোন নম্বর থেকে ফোন এসেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবার সন্ধেয় ভবানীপুরে গুজরাটি ব্যবসায়ী দম্পতি অশোক শাহ এবং রশ্মিতা শাহের মৃতদেহ উদ্ধার হয়। ভবানীপুরের মতো জায়গায় জোড়া খুনে রীতিমতো তোলপাড় পড়ে যায় কলকাতায়। কী কারণে খুন করা হয়েছে ওই দম্পতিকে, তার খোঁজেই তদন্ত শুরু করেছেন লালবাজারের আধিকারিকরা। মঙ্গলবারই হাতে এসেছে ওই দম্পতির ময়নাতদন্তের রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে রশ্মিতা শাহকে৷ তাঁর স্বামী অশোক শাহের শরীরে মিলেছে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন। রিপোর্ট বলছে, অশোকের পেটের ডান দিকে ও গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে৷ একমাত্র ধারালো অস্ত্রের আঘাতেই ওই ধরনের ক্ষত হওয়ার সম্ভাবনা৷ এছাড়া তাঁর সারা শরীরেই ছোটখাটো ক্ষতের দাগ রয়েছে৷ রিপোর্টে আরও বলা হয়েছে, গুলিতেই মারা যান রশ্মিতা৷ লালবাজার সূত্রে খবর, রশ্মিতার মাথায় বুলেটের আঘাত রয়েছে৷ এমনভাবে গুলি চালানো হয়েছে যে, বুলেট তাঁর ডান দিকের কান ফুঁড়ে বেরিয়েছে৷ যেভাবে মারা হয়েছে তাতে তদন্তকারীরাও মনে করছেন, এই কাজ পেশাদার খুনি ছাড়া সম্ভব নয়৷