বিদেশ বিবিধ

করোনা টিকার কার্যকারিতা ক্রমশ কমছে, তাই বুস্টার ডোজে ছাড়পত্র মার্কিন মুলুকে

টিকার কার্যকারিতা ক্রমশ কমছে। এই অবস্থায় বুস্টার ডোজে ছাড়পত্র দিল মার্কিন প্রশাসন। ২০ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। তবে জো বাইডেনের প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সম্পূর্ণ টিকাকরণের পর ৮ মাস অতিক্রান্ত হলে তবেই বুস্টার ডোজ নেওয়া যাবে। মার্কিন স্বাস্থ্য বিভাগের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘মূলত ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে টিকার কার্যকারিতা কমছে। অনেকে নতুন করে আক্রান্তও হচ্ছেন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হল।’