কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন মার্কিন সেনা সহ কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে । ভয়াবহ এই ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে আফগানিস্তানে। এদিকে, আমেরিকায় বসে হোয়াইট হাউসের কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতির দিকে নজর রাখতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেন। এরপরই তাঁর প্রতিক্রিয়া ‘ক্ষমা করব না, আমরা খুঁজে বের করে মারব তোমাদের, এর মূল্য চোকাতেই হবে।’ মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেন বলেন, ‘হামলাকারীদের খুঁজে বের পাল্টা জবাব দেওয়া হবে। যারা এই হামলা চালিয়েছে তাদের আমরা ক্ষমা করব না। আমরা ভুলব না। জেনে রাখুন, আমরা আপনাদের খুঁজে বের করবই এবং পাল্টা জবাব দেব।’- কাবুল বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘটনার কথা বলতে গিয়ে গলা ধরে আসে তাঁর। কেঁদে ফেলন মঞ্চেই। কাবুলের জোড়া বিস্ফোরণের পর মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যকে তাত্পর্যবাহী বলে মনে করছে কূটনৈতিক দুনিয়া। যেহেতু এই বিস্ফোরণের দায় আইএস স্বীকার করেছে, তাই বাইডেন প্রশাসনের অনেকেই বলেছেন, ফের একবার আফগানিস্তানে ফিরে গিয়ে আইএস নিধনের পথে হেঁটে যেতে পারে বাইডেন প্রশাসন। ঘটনায় অন্ততপক্ষে ১৩ জন মার্কিন সেনার মৃৃত্যু হয়েছে। ৯০ জনের মৃত্যু সংবাদ অসমর্থিত সূত্রে আসছে। বহুজন আহত হয়েছেন।