মুকুল রায়ের দিল্লি যাওয়া নিয়ে বিজেপি নেতা পীযূষ কানোরিয়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ ৷ এই বিজেপি নেতাই মুকুলকে দিল্লি যেতে সহযোগিতা করেছেন বলে মনে করা হচ্ছে ৷ মুকুল রায়ের দিল্লি যাওয়া নিয়ে বিজেপি নেতা পীযূষ কানোরিয়াকে জিজ্ঞাসাবাদ করল বিধাননগর পুলিশ ৷ মনে করা হচ্ছে এই বিজেপি নেতা মুকুল রায়কে দিল্লি যেতে পুরোপুরি সহযোগিতা করেছেন ৷ তৃণমূল নেতাকে বাড়ি থেকে নিয়ে এসে কলকাতা বিমানবন্দর পর্যন্ত ছাড়ার দায়িত্ব ছিল পীযূষ কানোরিয়ার উপর ৷ মুকুল রায় বিজেপিতে থাকাকালীন তাঁর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল পীযূষ কানোরিয়ার ৷ মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় যে লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের ভিত্তিতেই বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করে বিধান নগর থানার পুলিশ ৷ মুকুল রায়কে দিল্লি যেতে যাঁরা সহযোগিতা করেছেন সেই তালিকায় আরও দুজনের নাম রয়েছে ৷ ভগীরথ মাহাত এবং রাজু নামে মুকুল রায়ের গাড়ির চালক ৷ যদিও এই দুজন এই মুহূর্তে দিল্লিতে আছেন মুকুল রায়ের সঙ্গে ৷ সিসিটিভি ফুটেজ দেখে তিন থেকে চার জনকে শনাক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই পীযূষ কানোরিয়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর ৷ পুলিশের একটি দল ইতিমধ্যে দিল্লি গিয়েছে ৷ মুকুল রায়ের সঙ্গে সেই পুলিশকর্তারা কথাবার্তা বলবেন বলে জানা গিয়েছে ৷ গতকাল সন্ধে ছ টার পর থেকেই হঠাৎ করে দমদম বিমানবন্দর থেকে উধাও হয়ে যান মুকুল রায় । অসুস্থ বিধায়ককে নিয়ে উদ্বেগে ছিল তার পরিবার ৷ ছেলে শুভ্রাংশু রায় বাবা নিখোঁজ বলে জানিয়ে থানায় মিসিং ডায়েরি করেন । যদিও লিখিত অভিযোগে ব্যক্তিগত কারও নাম তিনি উল্লেখ করেননি ৷ তবে জানা গিয়েছে তাঁর বাবা যে দমদম বিমানবন্দরে বিজেপি নেতা পীযূষ কানুড়িয়ার সঙ্গে ছিলেন সে কথা পুলিশকে আলাদা ভাবে জানিয়েছেন মুকুলপুত্র শুভ্রাংশু ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যদিও গতকাল রাতের দিকেই দিল্লিতে দেখতে পাওয়া যায় মুকুল রায়কে । সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি জানান তিনি দীর্ঘদিনের সাংসদ এবং বর্তমানে বিধায়ক ৷ তাই তিনি দিল্লিতে যেতেই পারেন । আরও পড়ুন দো ফুল এক মালি শিবির বদলের জল্পনা উসকে রাজধানীতে রায়সাহেব”