কাধিক বিশালাকৃতি উল্কাপিণ্ড পৃথিবীর খুব কাছ দিয়ে বেরিয়ে গেছে, ধাক্কা না খাওয়ায় পৃথিবীর কোনও বড় ক্ষতি সেই উল্কাপিণ্ডগুলি করতে পারেনি৷ এরকম উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে শুনলেই মানুষের মধ্যে আতঙ্কের আবহ তৈরি হয়৷ মার্কিন মহাকাশ রিসার্চ সেন্টার নাসা জানিয়েছে ২১ অগাস্ট অর্থাৎ আজ পৃথিবীর খুব কাছ থেকে বেরোবে আরও একটা বড়সড় উল্কাপিণ্ড৷ এই উল্কাপিণ্ডটি বুর্জ খলিফা চেয়েও আকৃতিতে বড়৷ যদি শেষমুহূর্তে এটি পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ে তাহলে একেবারে বিশাল ক্ষতি৷ নাসা -র রেকর্ড অনুযায়ি এই উল্কাপিণ্ডটি এক হাজার পাথরের সমষ্টি৷ এটার নাম “2016 AJ193”৷ এই
উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ৫৮ হাজার ৫৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে ধেয়ে আসছে৷ স্পেস এজেন্সি নাসা লাগাতার এই পরিস্থিতির ওপর নজর রাখবে৷ এই গতিতে যেভাবে পৃথিবীর দিকে আসছে ২১ অগাস্ট পৃথিবীতে ধাক্কা হচ্ছে৷ বিজ্ঞানীরা জানিয়েছেন শনিবার দুপুর ৩ টা ১০ মিনিটে পৃথিবীতে ধাক্কা খাবে৷ নাসা জানিয়েছে এই এই পাথরটি আইফেল টাওয়ারের চেয়েও বড়৷ এর সামনে দুবাইয়ের বুর্জ খলিফাও ছোট হবে৷ এম্পায়ার স্টেট বিল্ডিং -র থেকে এটা আকৃতিতে তিনগুণ বড়৷ এই অ্যাস্টোরয়েডের ওপর বিজ্ঞানীরা ২০১৬ থেকে নজর রেখেছেন৷ তখন থেকেই এটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে৷ এখন এটা পৃথিবীর কাছ দিয়ে চলে যেতে পারে৷ যদি পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে এর সম্পর্ক হয় তাহলে এটা পৃথিবীতে ধাক্কা খেতে পারে না হলে পৃথিবীর কান ঘেঁষে চলে যেতে পারে৷