দেশ

সুশান্ত-মামলায় খ্যাত বিহার ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে যোগ দিলেন নীতীশ কুমারের দলে

আর কয়েকদিনের পরেই বিহারের নির্বাচন। আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউয়ে নাম লেখালেন বিহার পুলিশের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে। সেই ডিজিপ, যিনি সুশান্তের ন্যায়ের জন্যে মিডিয়ার সামনে উঠেপড়ে লেগেছিলেন। বিহারের ভূমিপুত্র সুশান্তের হয়ে খুব হম্বিতম্বি করেছিলেন গুপ্তেশ্বর। তাঁদের তদন্ত নিয়ে আদালতে প্রশ্ন তোলায় প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে ‘‌অওকাত’‌ বা এক্তিয়ার বা যোগ্যতা নিয়ে খোঁচা দেন। পুলিশ কর্তা গুপ্তেশ্বর পান্ডে গতসপ্তাহে হঠাৎই চাকরি ছেড়ে দেন। তখন থেকে শোনা যাচ্ছিল আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ–‌র টিকিটে লড়বেন তিনি। বোঝাই যাচ্ছে, সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর তদন্তে ইচ্ছে করেই রাজনীতি আনা হয়েছে। বিহার পুলিশের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে নাম কিনেছেন এই তদন্তের সুবাদেই। সমান্তরাল তদন্ত চালাতে তাঁকে সদলে মুম্বই পাঠান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।  
২৩ সেপ্টেম্বর খাকি উর্দি ছেড়ে, কালো টি–‌শার্টে তাঁকে দেখেই দুইয়ে দুইয়ে চার করে নেন সাংবাদিকেরা। নাটকীয়ভাবে গুপ্তেশ্বর বলেন, ‘‌আর আমি ডিজিপি নই। গতকাল ২২ সেপ্টেম্বর থেকে অবসর নিয়েছি। বক্সার, বেগুসরাই, জেহানাবাদ আরও অন্য অনেক জেলা থেকে লোকজন আসছে। তাঁদের সঙ্গে কথা বলব। দেখি তাঁদের জন্য কী করতে পারি।’‌