শনিবার সকালে বাঘের হানায় দু’জনের মৃত্যু হল ৷ এই নিয়ে গত দু’মাসে মোট ন’জন মারা গেলেন বাঘের হানায় ৷ গতকাল, শুক্রবার ওই বাঘ ধরতে শুট অ্যাট সাইট (দেখলেই গুলি করা)-এর নির্দেশ দেওয়া হয় ৷ তার পরও ওই বাঘের হদিশ পাননি বনকর্মীরা ৷ তবে বনকর্মীদের নজর এড়িয়ে লোকালয়ে বাঘটি কিন্তু হানা চালিয়ে যাচ্ছে ৷ বন বিভাগ সূত্রে খবর, শনিবার সকালে বিহারের পশ্চিম চম্পারণ জেলার বালুয়া গ্রামে হানা দেয় ওই মানুষখেকো বাঘ ৷ বাঘের হানায় একজন মহিলা ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে ৷ বগহা শহরের গোবোর্ধন থানা এলাকার ওই গ্রামে সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে ৷ তার পর থেকেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ৷