দেশ

রেলের নিয়োগে বেনিয়মের অভিযোগ, প্রতিবাদে ট্রেনের কামরায় আগুন লাগিয়ে দিল বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা

রেল বোর্ডের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে কয়েকদিন ধরে চাকরিপ্রার্থীদের লাগাতার বিক্ষোভ চলছে বিহারে ৷ প্রতিবাদের তৃতীয়দিনে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গয়া।  কয়েকদিন ধরে চাকরিপ্রার্থীদের লাগাতার বিক্ষোভ চলছে বিহারে ৷ প্রতিবাদের তৃতীয়দিনে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গয়া রেল স্টেশন ৷ বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের ক্ষোভের আঁচ গিয়ে পড়ল ভাবুয়া-পটনা ইন্টারসিটি এক্সপ্রেসে ৷ বুধবার সাধারণতন্ত্র দিবসের দিন সকালে গয়া স্টেশনে ভাবুয়া-পটনা ইন্টারসিটি

এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা ৷ চাকরিপ্রার্থীদের সঙ্গে গয়া স্টেশনে এদিন রীতিমতো খণ্ডযুদ্ধ চলে পুলিশের ৷ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্য়াস ছোঁড়ে পুলিশ ৷  উল্লেখ্য, গত ২০২০ ডিসেম্বর থেকে ২০২১ জুলাই পর্যন্ত সাত দফায় অনুষ্ঠিত হয়েছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল পদে নিয়োগের পরীক্ষা ৷ গত ১৫ জানুয়ারি সেই পরীক্ষার ফলাফল প্রকাশের পর ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে এসেছে বলে অভিযোগে ৷ আর সেই কারণেই গত কয়েকদিন ধরে উত্তপ্ত বিহারের বিভিন্ন জায়গা ৷