বিনোদন

এবার লেখিকা বিপাশা হয়ে সকলের মন জয়ের যাত্রা শুরু অভিনেত্রীর

বর্তমানে সিনেমা জগৎ থেকে নিজেকে দূরে রেখেছেন অভিনেত্রী বিপাশা বসু। একরত্তি মেয়ে দেবীকে ঘিরেই দিন কাটছে তাঁর। মেয়ের সঙ্গে আদুরে মুহূর্তের ঝলক মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার জানা যাচ্ছে, নতুন অবতারে অনুরাগীদের কাছে ধরা দেবেন অভিনেত্রী। এবার লেখিকার ভূমিকায় আসছেন বিপাশা। অভিনেত্রী জানিয়েছেন তিনি একটি বই লিখবেন। গল্প বা কোনও উপন্যাস নয়, বইটি হবে তাঁর স্মৃতিকথা। অভিনেত্রী জানিয়েছেন, যে সমস্ত বিষয় তাঁর জীবনের চলার পথে মোড় ঘোরানো মুহুর্ত হয়ে থেকে গেছে, সেই বিষয়গুলি লিপিবদ্ধ করা হবে বইতে। অভিনেত্রীর কথায়, ‘‘আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা কেবলমাত্র সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলো নিয়ে এগিয়ে যাওয়ার ফলেই। এইবার এই সমস্ত বিষয় আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।” বিপাশার এই বইটির নাম এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। তবে বইটি ২০২৫-এ প্রকাশিত হবে। এতদিন অভিনেত্রী বিপাশাকে ভালবাসা দিয়েছেন মানুষ, এবার লেখিকা বিপাশা হয়ে সকলের মন জয়ের যাত্রা শুরু অভিনেত্রীর।