শনিবারই ত্রিপুরায় গিয়ে বিজেপি কর্মীদের আক্রমণের মুখে পড়েছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্তরা। ফের রাতেও আক্রান্ত হয় তারা। এরপর আজ ভোররাতে তাঁদের গ্রেফতার করা হয়। এই আবহে আজ বেলা ১১টা নাগাদ ত্রিপুরা পৌঁছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ব্রাত্য বসু, কুণাল ঘোষ এবং দোলা সেনও আজ সকালে ত্রিপুরা পৌঁছান।এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগরতলা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ত্রিপুরাকে বিজেপি পৈত্রিক সম্পত্তি মনে করছে। বিপ্লব দেব মনে করছেন এই রাজ্যে আসতে গেলে তাঁর থেকে ভিসা নিয়ে আসতে হবে। যাঁরা গণতন্ত্র নিয়ে বড় বড় কথা বলে, তাঁরা কী করছে তা গোটা ত্রিপুরা দেখছে। ত্রিপুরায় ঢুকলে পলিশ দিয়ে গ্রেফতার করানো হচ্ছে। যাঁদের উপর হামলা চালানো হল, তাঁদেরকেই গ্রেফতার করা হল হামলাকারীদের না ধরে।’ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘ত্রিপুরা দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এখানে শাসনের আইন চলছে, আইনের শাসন চলছে না। সমগ্র দেশের মানুষ দেখছে। যাঁরা কথায় কথায় দিল্লি, মধ্যপ্রদেশ থেকে উড়ে এসে বলেন যে গণতন্ত্র বিপন্ন, তাঁরা কী করছেন তা দেখা যাচ্ছে। ত্রিপুরায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়ব না।’ এদিকে আজ সকালে ত্রিপুরা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে ব্রাত্য বসু বলেন, ‘আমার মনে হচ্ছে যে ত্রিপুরায় গণতন্ত্র বলে আর কিছু নেই। বিরোধী কণ্ঠস্বর বলে আর কিছু নেই। এভাবে বিরোধীদের উপর, তৃণমূল কংগ্রেসের উপর যেভাবে জুলুমবাজি করা হচ্ছে, ত্রিপুরা রাজ্য বিজেপি ভয় পাচ্ছে।