উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে চড় মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল চত্বরে ঘটে এই ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সূত্রের খবর, আজ ভোটগ্রহণ চলাকালীন উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে এক বিজেপি কর্মীকে তলোয়ার দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই কর্মীকে দেখতেই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে যান পাপিয়া। সেখানেই তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। প্রার্থীকে সেখান থেকে চলে যেতে বলা হয় বলে অভিযোগ করেছে বিজেপি। পাপিয়া বাধা দিতে গেলে তাঁকে চড় মারা ও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে পুলিশ থাকলেও তাঁরা কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিলেন বলে অভিযোগ বিজেপি-র।