বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন। আর তা পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে কলকাতা পৌঁছলেন বিজেপি নেতা অমিত মালব্য। আর কলকাতায় পা রেখেই মমতা সরকারকে হুঁশিয়ারি বিজেপির আইটি সেলের প্রধানের। তাঁর সাফ হুঁশিয়ারি, বাংলায় তৃণমূলের দিন শেষ। শুধু তাই নয়, বাংলার মানুষ আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতা থেকে তৃণমূল সরকারকে সরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেও দাবি তাঁর। অমিত মালব্যের দাবি, পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন জিতে ক্ষমতায় আসবে বিজেপি। উল্লেখ্য, এর আগেও বাংলায় এসে অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় ২০০-র বেশি আসন পাবে বিজেপি।