রায়গঞ্জের সভার পর বুধবার মালদার ইংরেজবাজারে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা শহরেরের ডিএসএ স্টেডিয়ামের পাশের মাঠে এদিন লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী জনসভা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরাদ হাকিম । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জনসভা থেকে মালদার মানুষের কাছে বারবার একটাই অনুরোধ করলেন এবার আর ‘মুখ ফিরিয়ে রাখবেন না’। তিনি বলেন, “মালদা জেলার মানুষ যখনি বিপদে পড়েছেন আমি ছুটে এসেছি। ৩০ বছর ধরে আমি মালদহে আসছি। ঢাকনাপাড়া থেকে ভুতনির গদাইচর যখনই কিছু হয়েছে আমি মালদার মানুষের পাশে রয়েছি। কিন্তু আমি তৃণমূল কংগ্রেস দল করার পর আমার দলকে এই জেলার মানুষ ভোট বাক্সে সমর্থন করেনি। তিনি বলেন এখনও পর্যন্ত রাজ্যে ১ কোটি সাইকেল বিলি করা হয়েছে। আরও কুড়ি লক্ষ রেডি আছে। তা শীঘ্রই দেওয়া হবে। নিজের সরকারকে জনগণের সরকার এবং গণতান্ত্রিক সরকার বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু আমাদের পাশে থাকুন আমাকে মালদার ফজলি আম এবার খাওয়াবেন। ভাষণের একেবারে শেষে মমতা বলেন, এবার ফজলি আম খাওয়াবেন তো। অনেক আম কংগ্রেস এবং বিজেপিকে খাইয়েছেন এবার আমাকে খাওয়ান। বিজেপি সর্বশক্তি দিয়ে আমাকে হারাতে চাইছে। অত সহজে আমি পরাজিত হব না। ভাষণের একেবারে শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার ফজলি আম খাওয়াবেন তো। তিনি আম ও আমসত্ব দুটোই খেতে চান বলে জানান। বিজেপির নেতারা রথে চেপে নিজেদেরকে একেকজন জগন্নাথ ,বলরাম সুভদ্রা ঘোষনা করে দিচ্ছেন। বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে রথকে কুলষিত করবেন না। রথ হিন্দু ধর্মের একটি পবিত্র জিনিস। আর মনে রাখবেন রাবণ কিন্তু রথে চেপে সীতাকে হরণ করতে বেরিয়েছিলেন বিজেপির এই রথ সেই রাবণের রথ নয় তো।” বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিনাড্ডা ৬ ফেব্রুয়ারি মালদা শহর থেকে রথযাত্রার সূচনা করেন। মমতা বিজেপির সেই রথকে খোঁচা দিয়ে বলেন, “ আমি আবার মালদায় আসব নির্বাচন ঘোষনা হলে।” বিজেপির উদ্দেশে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “মমতাকে হারানোর ক্ষমতা তোমাদের নেই। কারণ মমতা একা নয়, মমতার সঙ্গে মানুষ আছে।” সুকৌশলে সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় এনআরসি আতঙ্কও উসকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলে দিয়েছেন, “বাংলায় ওঁরা বারবার কেন আসছে জানেন? কারণ, ওঁরা দিল্লি থেকে বাংলাকে শাসন করতে চায়। দিল্লি থেকে বসে দাঙ্গা বাঁধাবে। এনপিআর আর এনআরসি করবে। তাই বিজেপিকে একটা ভোটও দেবেন না। ২০২১-এ তৃণমূল আরও বেশি সংখ্যক আসন নিয়ে ফিরে আসবে। বাংলায় জিতব, এরপর ভারতবর্ষটাকেও দেখব।”সূত্রের খবর বুধবার রাতে মুখ্যমন্ত্রী মালদার মহানন্দা ভবনে থাকবেন।