কলকাতা

নন্দীগ্রামের পর এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

নন্দীগ্রামের পর ভবানীপুর। ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে অভিযোগ জানাল বিজেপি ৷ তাদের অভিযোগ, হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য গোপন করেছেন ৷ এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার বিষয়ে হলফনামায় কোনও তথ্য দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে এই নিয়ে চিঠি দিয়েছেন ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ ৷ তাতে তিনি দাবি করেছেন যে মমতার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে অসমের বিভিন্ন থানায় ৷ সেই মামলাগুলি সম্পর্কে তথ্য

গোপন করেছেন তৃণমূল নেত্রী ৷ নিজেদের বক্তব্যের পক্ষে তিনটি সংবাদের লিঙ্কও বিজেপির তরফে দেওয়া হয়েছে ওই চিঠিতে ৷ প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনের সময় মমতা যখন নন্দীগ্রাম কেন্দ্রের প্রার্থী হলেন, তখনও একইভাবে তাঁর মনোনয়ন বাতিলের দাবি তুলেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কিন্তু কমিশনে সে অভিযোগ ধোপে টেকেনি। শুভেন্দু দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি সিবিআই মামলা ও অসমের ৫টি মামলা মিলিয়ে মোট ছ’টি মামলা আছে। পরে সিবিআই সূত্রে জানা যায়, শুভেন্দু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার কথা বলছেন, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী নন। অন্য মমতা। সেসময় বিজেপি নেতার অভিযোগ স্পষ্টতই খারিজ করে দেয় নির্বাচন কমিশন।