এবার ভুয়ো সিবিআই অফিসার এবং আইনজীবী সনাতন রায়চৌধুরীর গ্রেফতারির পর অস্বস্তিতে পড়ল রাজ্য বিজেপি । ইতিমধ্যেই সনাতন রায়চৌধুরীর বাড়ি থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ । যার মধ্যে অন্যতম বিজেপির একটি লেটার প্যাড । পাশাপাশি রুদ্রনীল ঘোষ-সহ একাধিক বিজেপি নেতার সঙ্গে ইতিমধ্যেই ছবি প্রকাশ্যে এসেছে এই ভুয়ো অফিসারের। সূত্রে খবর, ২৫ জুন তালতলা থানার অফিসার ইনচার্জকে ফোন করে নিজেকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা দফতরের আধিকারিক হিসেবে পরিচয় দেন সনাতন ৷ রীতিমতো হুমকির সুরে তিনি বলেন, একজন লোককে তিনি তালতলা থানায় পাঠাচ্ছেন । তাঁর কিছু সমস্যা রয়েছে । ওসি নিজে যেন সেই সমস্যার সমাধান করে দেন । কিন্তু লালবাজারে তরফ থেকে খোঁজখবর নেওয়ার পরই সত্যিটা সামনে আসে ৷ এরপর এই নিয়ে তদন্ত শুরু করে গড়িয়াহাট থানার পুলিশ । জানা গিয়েছে, এই নামে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা দফতরে কোনও আধিকারিক বর্তমানে নেই । বরানগরের একটি অভিজাত আবাসনের নিচেই সনাতন রায়চৌধুরীর দফতর ৷ সেখানে তল্লাশি চালিয়ে কলকাতা পুলিশ আধিকারিকরা একাধিক বিজেপির কাগজপত্র পেয়েছে ৷