জেলা

‘ঔপনিবেশিক বিভূতিভূষণ’- লিখল বিজেপির মিডিয়া সেল, ফের বাংলার মনীষীকে হেয় করল গেরুয়া শিবির

পশ্চিমবঙ্গে এসেই কখনও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, কখনও সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র, কখনও বা কথাশিল্পী বিভূতিভূষণের বাড়িতে ছুটছেন নেতা-মন্ত্রীরা। এত কিছু পরেও সেই ‘‌ভুল–ত্রুটি’‌ থেকে মুক্ত হতে পারছেন না। শত চেষ্টা সেই ব্যর্থই হচ্ছে।বাংলার সংস্কৃতি রক্ষার প্রতিশ্রুতি দিয়ে যাঁরা রাজ্যের সরকার দখলের লড়াইতে নেমেছেন, তাঁদের কাছে ‘পথের পাঁচালী’র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলেন ‘ঔপনিবেশিক’। এবারও তাই হল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে ‘‌ঔপনিবেশিক’‌ লিখে দিল বিজেপি-র মিডিয়া সেল। তার জেরেই বিতর্ক। গতকাল রাতে বাংলায় এসেছেন জে পি নাড্ডা। বৃহস্পতিবার নৈহাটির সভার আগে বঙ্কিমচন্দ্রের বাড়িতে যান তিনি। ব্যারাকপুরে বিভূতিভূষণের বাড়িতেও গেলেন বিজেপি সভাপতি। মালা দিলেন তাঁর ছবিতে। দলের তরফে সেই খবর ও ছবি প্রচার করা হয়। তাতেই যত গোল। দলের মিডিয়া সেল পরিচালিত হোয়াটস্যাপ গ্রুপে লেখা হয়, ‘বিজেপি সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা আজ ঔপনিবেশিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে উপস্থিত ছিলেন।’ কয়েক মিনিটের মধ্যে অবশ্য সেই ভুল সংশোধন করে ‘উপন্যাসিক’ লিখে ফের মেসেজটি দেওয়া হয় হোয়াটস্যাপ গ্রুপে। কিন্তু ততক্ষণে আগের বার্তা ভাইরাল হয়ে গিয়েছে। বিজেপি-র বাংলার জ্ঞান নিয়ে কটাক্ষ শুরু করে বিরোধীরা। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর কটাক্ষ, ‘‌আগে প্রথম ভাগের প্রথম পাতাটা পড়ুক। সোনার বাংলা গড়তে গেলে স পর্যন্ত পৌঁছতে হয়। সেটা ওদের এ জীবনে আর হল না!’ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, ‘নড্ডা নাকি বাংলার জামাই!‌ এত দিন বঙ্কিমের বাড়ি যাননি কেন?’