কলকাতা

অগ্নিমিত্রার উপর হামলার প্রতিবাদে কমিশনে বিজেপি

উপনির্বাচনে ভোট লুঠ ও আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের উপর হামলার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গেলেন ভারতী ঘোষ ও বিজেপি আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়। এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে বলে জানান ভারতী ঘোষ । পুনরায় নির্বাচনের বিষয় ভারতী ঘোষ বলেন, “নির্বাচন শেষ হলে সারাদিনের পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন কমিশনকে চিঠি দেবে রাজ্য বিজেপি । পরিস্থিতি খতিয়ে দেখে তবেই রি-পোলের আবেদন জানানো হতে পারে বিজেপির তরফে ।” তিনি অভিযোগ করেন, “যেভাবে নির্বাচন হচ্ছে তাকে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন বলা যায় না । বহু ভোটার আজ ভোট দিতে পারেননি । তাঁদের ভয় দেখানো হয়েছে । একাধিক বুথে ছাপ্পা ভোট হয়েছে । বহু বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি ।”