জেলা

‘বাপ তুলে কেন কথা বলছেন?’ প্রশ্ন মহিলাদের, টুটি টিপে দেব, ‘তোদের চোদ্দপুরুষ তুলব রে’, মেজাজ হারিয়ে কটূক্তি দিলীপের

রাস্তা উদ্বোধনে এসে মেজাজ হারিয়ে মহিলাদের গালিগালাজ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিক্ষোভের মুখে পড়ে তাঁদের সারমেয় বললেন। মেজাজ চড়িয়ে মহিলাদের বাপবাপান্তও করলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়। গলা টিপে দেওয়ার হুমকিও দিলেন রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি। পশ্চিম মেদিনীপুরের এক সময়ের সাংসদ ছিলেন। সাংসদ থাকাকালীন তাঁর অনুমোদন দেওয়া একাধিক কাজ এখন শেষ হচ্ছে । শুক্রবার তাঁর সাংসদ কোটার টাকায় তৈরি একটি রাস্তা উদ্বোধন করতে খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এসেছিলেন। সেই সময় কিছু মহিলা তাঁকে প্রশ্ন করেন এতদিন পর তিনি এখানে কেন এসেছেন ? এই সময় মেজাজ হারিয়ে ফেলেন দিলীপ । তিনি বলেন, “তোদের চোদ্দপুরুষ তুলব রে ! সব তৃণমূল ৷ চেঁচাবি না গলা টিপে দেব ৷ টাকা দিয়েছি রে এই রাস্তা উদ্বোধনে । ভিখারি পার্টি নয় ৷ বেশি কথা বললে গলা টিপে দেব ।” এই ঘটনার পর দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করলেও তিনি বলেন, “বেশ করেছি বলেছি ৷ আবার এলে আবার বলব ৷” এদিকে তাঁর এই বক্তব্যের পর রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ৷ এ নিয়ে ক্ষুব্ধ মহিলা বৈশাখী সাহা ও প্রীতি করণ বলেন, “আজকে ওয়ার্ডের রাস্তা উদ্বোধন হচ্ছিল। আমরা এসেছিলাম দেখতে । উনি যখন উদ্বোধন করছেন তখন আমরা প্রশ্ন করেছিলাম, এতদিন কোথায় ছিলেন, এটা আমাদের অপরাধ নয়। উনি আমাদের দাদুর বয়সি ৷ অথচ যেভাবে অশালীন ভাষায় কথা বললেন তাতে মনে হয় না উনি কোনও সম্মানীয় সাংসদ ছিলেন। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং ওঁকে আমাদের সামনে এসে কথা বলার আবেদন জানাচ্ছি ।” যদিও এ নিয়ে ক্ষুব্ধ তৃণমূল । এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “বিজেপির কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না । একদিকে শুভেন্দু । অন্যদিকে দিলীপ ; এরা কামিনী-কাঞ্চনেই মত্ত । একজন (দিলীপ) তৃণমূলের মহিলাদের যেভাবে অশালীন ভাষায় গাল দিয়েছেন তার নিন্দার কোনও ভাষা নেই । এটাই বিজেপির আসল চরিত্র, আসল রূপ । এদের বাংলায় কোনওদিন ঠাঁই হবে না ।”