কলকাতা

‘৪ নয়, শীতলকুচিতে ৮ জনকে গুলি করে মারা উচিৎ ছিল!’ বিতর্কিত মন্তব্য রাহুল সিনহার

দিলীপ ঘোষের পর এবার রাহুল সিনহা । শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে দিলীপ ঘোষকেও এবার ছাপিয়ে গেলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। দিলীপ যেখানে বলেছিলেন, ‘বাড়াবাড়ি করলে দিকেদিকে শীতলকুচি হবে’, সেখানে রাহুলের মন্তব্য, ‘শীতলকুচিতে চার জন নয়, আট জনকে গুলি করে মারা উচিৎ ছিল।’ আর কেন কেন্দ্রীয় বাহিনী তা করেনি, তার জন্য বাহিনীকেই শোকজ করা উচিৎ বলে মত রাহুলের। এদিকে রাহুল সিনহার মন্তব্যের পরেই পাল্টা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, ক্রমশ রক্তলোভী হয়ে উঠেছে বিজেপি। বুলেট দিয়ে বাংলা দখল করতে চাইছে তারা। এর জবাব বাংলায় পরবর্তী দফাগুলির নির্বাচনেই মানুষ দিয়ে দেবেন বলেও জানান তিনি। রাহুল সিনহার মন্তব্যের পরেই হাবড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, হিম্মত থাকলে রাহুল সিনহা বারাসতের রাস্তায় মাইক নিয়ে একথা বলুন। তার জবাব দেবে মানুষ। জ্যোতিপ্রিয় বলেন, হাবড়া কেন্দ্র থেকে এবারে ৫০ হাজারের বেশী ভোটে গোল দিয়ে বাড়ি পাঠানো হবে রাহুল সিনহাকে। তিনি দাবি করেন, অবিলম্বে বিজেপি দলটাকে নিষিদ্ধ করা উচিত নির্বাচন কমিশনের।