কলকাতা

‘‌দল তাড়িয়ে দিতে পারে, দলত্যাগে বাধ্য করতে পারে না’‌, গৌরবের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক চিঠি রূপার

ফের বিস্ফোরক রূপা গাঙ্গুলি। পথ দুর্ঘটনায় নিহত কলকাতার বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস ও তাঁর স্বামী গৌরব বিশ্বাসের পাশে দাঁড়ালেন তিনি। প্রসঙ্গত, পুরভোটের প্রার্থী ঘোষণার পর সোচ্চার হয়েছিলেন রূপা। কেন তিস্তার স্বামী গৌরবকে প্রার্থীপদ দেওয়া হল না, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপি প্রার্থীপদ না দেওয়ায় তিনি ৮৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আর এবার একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। যেখানে প্রয়াত তিস্তা ও স্বামী গৌরবকে উদ্ধৃত করে তিনি লেখেন, ‘‌কার্যকতা এমন একটি পদ, যা কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। দল আমাকে তাড়িয়ে দিতে পারে, সাসপেন্ড করতে পারে। কিন্তু দলত্যাগ করতে বাধ্য করতে পারে না।’ সেই সঙ্গে ২০১৫-‌র পুরভোটের স্মৃতিচারণাও করেন তিনি। লেখেন, ‘‌সেই সময় আমি অনেক শারীরিক এবং মানসিক যন্ত্রণা সহ্য করেছি। জীবনের ঝুঁকিও নিয়েছি। এখন আমার মনে হচ্ছে, রাজনীতিবিদ হিসাবে আমি যথেষ্ট উপযুক্ত নই।’‌ এরপরই গৌরবের পাশে দাঁড়িয়ে রূপা লিখেছেন, ‘আমি মা কালির কাছে প্রার্থনা করছি, এলাকার মানুষ যেন এগিয়ে এসে তোমাকে মানুষের সেবার সুযোগ করে দেন।’‌