কলকাতা

‘মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী হিসাবে চাই’, টুইট করে বিজেপি ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ নেত্রী

 মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গিয়েছেন। আর মুকুল রায় তৃণমূলে ফিরতেই একাধিক বিজেপি নেতা-‌নেত্রী তৃণমূলে যোগ দিতে তৈরি। মকুল ঘনিষ্ঠ বিজেপি নেত্রীও এবার তৃণমূলে যোগ দিতে তৈরি। বিজেপির রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক দেবযানী দাশগুপ্ত দলের সমস্ত পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। দেবযানী দাশগুপ্ত বিজেপি করার পাশাপাশি আইনজীবীও বটে। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় দেবযানী দাশগুপ্ত ছিলেন মুকুল অনুগামী। বিধানসভা ভোটের সময়েও মুকুল রায়ের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। তিনি টুইটে লেখেন, ‘‌বিজেপির কিষাণ মোর্চার পদ থেকে ইস্তফা দিচ্ছি। একটা নতুন পথ শুরু করতে চলেছি। আর বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। টুইটে মুকুল রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগও করেন তিনি।’‌ তবে কবে তৃণমূলে যোগ দিচ্ছেন সেবিষয়ে কিছু ডানা যায়নি। রাজনৈতিক মহলের মতে, দেবযানী দাশগুপ্তর তৃণমূলে যোগ দেওয়া নির্ভর করছে মমতাবন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপরে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিলেই তৃণমূলে যোগ দেওয়ার দিনক্ষণ স্থির হবে।

https://twitter.com/DevyaniSpeaks/status/1404101126425767937