জেলা

টিকিট না পেয়ে বিজেপি ছাড়লেন বিক্ষুব্ধরা, ৪ টি আসনে আলাদা লড়বে!

প্রথম দু’‌দফার প্রার্থী তালিকা নিয়ে এবার দলের অন্দরেই বিক্ষোভের মুখে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন বিজেপি সভাপতি প্রদীপ লোধার নেতৃত্বে নেতা-কর্মীরা নিজেরা একত্রিত হয়ে আলাদা ভাবে ৪ টি আসনে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনা সামনে আসতেই যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুর জেলার যে ৪ টি আসন নিয়ে গন্ডগোল বেঁধেছে সেগুলি হল শালবনী, গড়বেতা, খড়গপুর গ্রামীণ এবং মেদিনীপুর শহর। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে এই ৪ আসনে বিজেপি বনাম বিক্ষুব্ধ বিজেপি লড়াইয়ে জমে উঠতে পারে বিধানসভা ভোটের মেগা আসর। মেদিনীপুর শহর আসনের বিজেপি প্রার্থী শমিত দাস-কে নিয়েই বেঁধেছে যত সমস্যা। বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, জেলা সভাপতি নিজে ভোটের টিকিট পাওয়ার পাশাপাশি নিজের অনুগামীদেরও বাকি ৩ টি আসনে ভোটে লড়ার সুযোগ করে দিয়েছে। অথচ সারা বছর ধরে সংগঠন মজবুত করার কাজ করলেও বোটে নড়ার সুযোগ মেলে না। তাই একপ্রকার বাধ্য হয়েই এবার নিজেরা আলাদা সমন্বয় মঞ্চ গড়ে নির্বাচনে লড়াই করব। সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করে দলকে যোগ্য জবাব দেওয়া হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই তৃণমূলেও দল ছাড়ার হিড়িক লেগেছে এবার বিজেপিতেও কি প্রার্থী তালিকা যত ঘোষণা করা হবে ততই কি ভাঙন ধরবে বিজেপিতেও!‌