দেশ

কৃষি আইনের বিরুদ্ধে ক্ষোভ জের, হরিয়ানার পৌরসভা নির্বাচনে ধরাশায়ী বিজেপি, বাজিমাত কংগ্রেসের

গত এক মাস ধরে দিল্লির উপকন্ঠে চলা কৃষক আন্দোলনের প্রভাব এসে পড়লো প্রতিবেশী হরিয়ানার মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে। বিধানসভা নির্বাচনের এক বছরের মাথাতেই বড় ধাক্কা খেল ক্ষমতাসীন বিজেপি-জেজেপি জোট। সোনিপাত এবং আম্বালার মেয়র নির্বাচনে পরাজিত হয়েছে শাসক দল। ঘরের মাঠে গোহারা হেরেছে রাজ‍্যের উপমুখ‍্যমন্ত্রী দুষ‍্যন্ত চৌটালার জনতা জননায়ক দল (জেজেপি)-ও। হিসারের উকালানা এবং রেওয়ারির ধারুহেরাতে ব‍্যাপক পরাজয় ঘটেছে জেজেপির। আম্বালা, পাঁচকুলা, সোনিপাত, রেওয়ারীর ধরুহেরা এবং হিসারের উকলান – গত রবিবার এই পাঁচ জায়গায় নির্বাচন হয়েছিল। আজ সকাল ৮টা থেকে নির্বাচনের গণনা শুরু হয়েছিল। বিজেপি প্রার্থীকে প্রায় ১৪ হাজার ভোটে পরাজিত করে সোনিপত আসনে জয়ী হয়েছে কংগ্রেস। সোনিপাতের প্রথম মেয়র নির্বাচিত হবেন কংগ্রেসের নিখিল মাদান। কংগ্রেসের দাবি, নতুন কৃষি আইন নিয়ে মানুষের ক্ষোভে বিজেপির পরাজয়ের মূল কারণ। অম্বালাতে মেয়র হতে চলেছেন জনচেতনা পার্টির শক্তি রানী শর্মা। ৮ হাজারেরও বেশি ভোটের ব‍্যবধানে জয়ী হয়েছেন তিনি।