কলকাতা

পুরভোটের আগেই জোর ধাক্কা খেলো গেরুয়া শিবির, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিংয়ের ২ ঘনিষ্ঠ আত্মীয় সৌরভ-সুনীল

সামনেই রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। তার আগেই বড় ধাক্কা নেমে এসেছে অর্জুন সিংয়ের খাস তালুক ব্যারাকপুর শিল্পাঞ্চলে। রবিবার অর্জুনের ভাইপো সৌরভ সিং আর ভগ্নিপতি সুনীল সিংকে এদিন দলে টেনে নিল জোড়াফুল। আর তার জেরেই মনে করা হচ্ছে অর্জুন এবার তাঁর নিজের শহর ভাটপাড়ার পুরবোর্ডও আর পুনর্দখল করতে পারবেন না। পারবেন না ব্যারাকপুর শিল্পাঞ্চলের ১০টি পুরসভা এলাকা নিয়ন্ত্রণ করতে। কার্যত গোটা শিল্পাঞ্চল এলাকাই এবার অর্জুনের হাতের বাইরে চলে যেতে বসেছে যা বলে দিচ্ছে ২০২৪ এর লড়াই অনেকটাই কঠিন হতে চলেছে অর্জুন সিংয়ের কাছে। তৃণমূলের যোগদানের পর সৌরভ সিং বলেন, কেউ প্রমাণ করতে পারবে না সৌরভ সিং কারও কাছ থেকে টাকা নিয়েছে। সেরকম কোনও প্রমাণ হলে কোনও দলই করব না। বিজেপিতে প্রবল গোষ্ঠী দ্বন্দ্ব। বারবার এই বিষয়টি কাকা অর্জুন সিংকে জানিয়েছি। জেলা নেতৃত্বকেও জানিয়েছি। কোনও লাভ হয়নি। ব্যারাকপুরে এখন দলের যিনি সভাপতি হয়েছেন তাঁকে নিয়ে দল করতে পারছিলাম না। তাই নিজেদের মধ্যে কথা বলে পুরসভার মনোনয়ন প্রত্যাহার করেছি। এখানে নেতা বেশি কর্মী কম। বিজেপিতে সবাই নেতা হতে চায়। মানুষের সঙ্গে থাকতে চাই। তাই দল ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।