দেশ

বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আজ দিল্লিতে তাঁর বাসভবন থেকে সাংসদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বন্ধ ঘর থেকে উদ্ধার বিজেপি সাংসদের রাম স্বরূপ শর্মার দেহ। নয়া দিল্লির নর্থ অ্যাভিনিউয়ের বাসভবনে স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে থাকতেন সাংসদ। বুধবার সকালে সেখান থেকেই উদ্ধার করা হয় তাঁর দেহ। তাঁর মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন! তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিজেপি। আপাতত সংসদের সমস্ত কাজ স্থগিত রাখা হয়েছে।হিমাচলপ্রদেশের মাণ্ডি জেলাতে ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেছিলেন রামস্বরূপ শর্মা। ২০১৪ সালে প্রথম লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ফের মাণ্ডি থেকেই জয়লাভ করেন তিনি। পাশাপাশি তিনি বেশ কিছু দিন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।