আগামী ৩০ জানুয়ারি দুই দিনের সফরে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দুই দিনের কর্মসূচিতে সব থেকে বেশি গুরুত্ব পেতে চলেছে মতুয়া অধ্যুষিত বনগাঁ ও ঠাকুরনগর এলাকার কর্মসূচি। এখনও পর্যন্ত শাহের যে সফরসূচি চূড়ান্ত হয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী ৩০ জানুয়ারি তিনি ঠাকুরনগরে গিয়ে একটি জনসভা করার পাশাপাশি বনগাঁ শহরে একটি রোড শোও করবেন। যাবেন মতুয়া ধর্মসম্প্রদায়ের প্রাণকেন্দ্র ঠাকুরনগরের ঠাকুরবাড়িতেও। থাকছে মতুয়া পরিবারে শাহের মধ্যাহ্নভোজের কর্মসূচিও। কিন্তু এসবের মধ্যেই আবারও বেসুরো হলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শাহের সফরের আগে আবারও তিনি প্রশ্ন ছুঁড়ে দিলেন সিএএ নিয়ে যার জেরে অস্বস্তিতে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। নদিয়ায় মতুয়াদের এক অনুষ্ঠান শেষে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি যেমন বিজেপি (BJP) সাংসদ, সেই সঙ্গে আমি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। তাই মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি, মানুষ কবে নাগরিকত্ব কার্ড পাবেন, সেটা স্পষ্ট করা হোক।’