কলকাতা

‘বাংলা নিজের মেয়েকেই চায়’, তৃণমূলের সুরে সুর মিলিয়ে পাল্টা জবাব বিজেপির

বাংলা নিজের মেয়েকেই চায়’। তৃণমূলের সুরে ‘সুর মিলিয়ে’ বলছে এবার বিজেপিও!কৌশলগত চাল চেলেছে বিজেপি। তৃণমূলের স্লোগানকে হাতিয়ার করেই শাসক শিবিরকে জবাব দিয়েছে বিজেপি। ‘‌বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়!‌’‌ ভোটমুখী বাংলায় তৃণমূলকে জবাব দিতে পাল্টা স্লোগান নিয়ে এল রাজ্য বিজেপি। গোটা রাজ্য যখন তৃণমূলের ‘‌বাংলা নিজের মেয়েকেই চায়’‌ হোর্ডিংয়ে ভরে গেছে। তখনই বিজেপি নেমে গেল আসরে। লকেট, রূপা, অগ্নিমিত্রা সহ মোট ৯ জন বাংলার মেয়ের ছবি সহ বিজেপির হোর্ডিং আসছে বাংলায়। যে হোর্ডিংয়ে থাকছে দেবশ্রী চৌধুরী, লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি, ভারতী ঘোষ, মেহফুজা খাতুন, শ্রীরূপা মিত্র চৌধুরী, তনুজা চক্রবর্তী, ফাল্গুনি পাত্র, অগ্নিমিত্রা পলদের ছবি। ভোটের উত্তাপ শুধু নয়, স্লোগানেও তপ্ত হচ্ছে ভোটমুখী বাংলা। সিপিএম ব্রিগেডের জন্য ‘‌টুম্পা সোনা’‌ প্যারোডি তৈরি করেছে। বিজেপি নেতা শুভেন্দু বলেছেন, ‘‌কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/‌বিজেপি ঘরে ঘরে। আবার তৃণমূল নতুন স্লোগানে চমকে দিয়েছে। ‘‌বহিরাগত’‌ তত্ত্বে রাজ্যের শাসক দলের নতুন স্লোগান ‘‌বাংলা নিজের মেয়েকেই চায়।’‌ যা ইতিমধ্যেই তুমুল সাড়া ফেলেছে। শাসক দলকে জবাব দিতে বিজেপিও নতুন স্লোগান নিয়ে এল। যে স্লোগানে করা হল মমতাকে ব্যক্তিগত আক্রমণ। 
রাজ্য বিজেপির নতুন স্লোগান ভাইরাল হতে সময় নেয়নি। তবে এই স্লোগানের জন্য রাজ্য বিজেপিকে রীতিমতো কটাক্ষের সামনেও পড়তে হয়েছে। শুভেন্দু, দিলীপ, মুকুল রায়দের সঙ্গে পামেলা গোস্বামীর একাধিক ছবি টুইট করে নেটিজেনরা বলছেন, ‘‌এই মেয়ে কে চায় না?‌’‌ অন্যদিকে, পামেলা কাণ্ডে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। তার মধ্যেই এই স্লোগান সামনে চলে আসায় নেটিজেনরা হাসাহাসি শুরু করেছেন।