কলকাতা

ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির মিছিলে অনুপস্থিত অর্জুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে তৃণমূলের তৃতীয় জয়ের বর্ষপূর্তিতে কলকাতার রাজপথে দলীয় কর্মীদের চাঙ্গা করার মরিয়া চেষ্টা করল বিজেপি। এদিন ‘গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্প যাত্রা’য় পাশাপাশি হাঁটলেন দিলীপ, সুকান্ত ও শুভেন্দু। এদিনের মিছিলে উপস্থিতই ছিলেন না এই বিজেপি সাংসদ ৷ গত কয়েকদিন ধরেই বেসুরো শোনাচ্ছিল অর্জুন সিংয়ের কথাবার্তা ৷ পাটশিল্প নিয়ে তিনি সরাসরি সমালোচনা করেছিলেন কেন্দ্রের মোদি সরকারের ৷ এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ চার রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন তিনি ৷ তখনই জল্পনা ছড়ায় যে তিনি কি এবার তৃণমূলের পথে পা বাড়ালেন ? সেই জল্পনা আরও বৃদ্ধি পেল সোমবার ৷ অথচ শনিবার তড়িঘড়ি দিল্লি উড়ে গিয়েছিলেন অর্জুন সিং ৷ রাতেই দেখা করেন মোদি সরকারের বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে ৷ পীযূষের একটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক পোস্টও করেন তিনি ৷ কিন্তু পরে আবার বস্ত্রমন্ত্রকের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি ৷ তার পর তিনি সোমবার বিজেপির মহামিছিলে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল ৷ এদিন কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু হয় মিছিল। মিছিল পৌঁছয় রানি রাসমণি রোডে। মিছিলে রাজ্যে লাগাতার রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ছিল একাধিক পোস্টার ব্যানার। মিছিলের শেষে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে উত্তরবঙ্গে বক্তব্য রাখবেন অমিত শাহ। মালদা থেকে আলিপুরদুয়ার, লাখ লাখ লোক সেখানে জড়ো হবেন। ৮ মে নন্দীগ্রামে পালিত হবে স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি। ওই দিন নন্দীগ্রামের ১৫ হাজার মানুষ ৫ কিলোমিটার হাটবেন বলে ঠিক করেছেন। মাথায় তিলক লাগিয়ে হাতে শঙ্খ নিয়ে হাঁটবেন তাঁরা।’