তিন সাংসদ এবং এক কেন্দ্রীয় মন্ত্রীকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এবার আরও শীর্ষ নেতাদের প্রার্থী করতে চলেছে বিজেপি, এমনটাই খবর ছিল। হলও তাই। বিধানসভায় প্রার্থী হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। তবে প্রার্থী করা হয়নি দিলীপ ঘোষকে। তাঁকে দলীয় প্রচারে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। মিঠুন চক্রবর্তীরও নাম নেই তালিকায়। এবারের ঘোষণায় ক্লাইম্যাক্স ভবানীপুর। তৃণমূল সুপ্রিমোর এলাকার আসনটি দেওয়া হয়েছে তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে। রাজনৈতিক মহলের একাংশ বলছে বাঘের মুখে ঠেলে দেওয়া। রুদ্র অবশ্য আত্মবিশ্বাসী, বলছেন, মানুষ দল দেখে ভোট দেয়। এবার বিজেপিকেই এই আসনে জয়ী করবেন ভবানীপুরের মানুষ। প্রার্থীতালিকায় নাম রয়েছে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রর। তিনি অবশ্য নিজেই তাজ্জব তালিকায় নাম দেখে। বলছেন, ভুঁয়ো খবর, কোনও ভাবেই দাঁড়াতে চাই না বিজেপির হয়ে। অনেকেই মনে করছিলেন বিজেপি শান্তনু ঠাকুরকে হাবড়ার আসনটিতে লড়াতে পারে। কিন্তু দেখা গেল সেই আসনটি ছাড়া হয়েছে রাহুল সিনহাকে। অন্য দিকে তাঁর পুরনো আসন জোড়াসাঁকো ছাড়া হয়েছে মীনাদেবী পুরোহিতের জন্য। এই তালিকায় নাম নেই রিমঝিম মিত্র, শ্রাবন্তীর মতো তারকাদের। যদিও এখনও এগারোটি নাম ঘোষণা বাকি, তাদের মধ্যেই থাকতে পারে এই নামটি। কামারহাটি আসনটি ছাড়া হয়েছে রাজু বন্দ্যোপাধ্যায়ের জন্য, তাঁকে লড়তে হবে মদন মিত্রর সঙ্গে।
এক নজরে দেখে নেওয়া যাক এই প্রার্থী তালিকার প্রধান নামগুলি-
দমদম- বিমলশঙ্কর নন্দ
বরানগর – পার্নো মিত্র
সাগরদিঘি- মাফুজা খাতুন
ভবানীপুর -রুদ্রনীল ঘোষ
বালিগঞ্জ – লোকনাথ চট্টোপাধ্যায়
পাণ্ডবেশ্বর- জিতেন্দ্র তিওয়ারি
আসানসোল দক্ষিণ- অগ্নিমিত্রা পল
পানিহাটি- সন্ময় বন্দ্যোপাধ্যায়
ইংরেজবাজার- শ্রীরূপা মিত্র চৌধুরী
বৈষ্ণবনগর – স্বাধীনকুমার সরকার
কৃষ্ণনগর- উত্তর মুকুল রায়
গোপালপুর-রাজারহাট- শমীক ভট্টাচার্য
হাবরা- রাহুল সিনহা
বিধাননগর- সব্যসাচী দত্ত
ভাটপাড়া- পবন সিং
বীজপুর- শুভ্রাংশু রায়
নোয়াপাড়া- সুনীল সিং
খড়দহ- শীলভদ্র দত্ত
বোলপুর – অনির্বাণ গঙ্গোপাধ্যায়
শান্তিপুর- জগন্নাথ সরকার
কৃষ্ণগঞ্জ- আশিসকুমার বিশ্বাস
ময়নাগুড়ি কৌশিক রায়
জলপাইগুড়ি- সুজিৎ সিংহ
শিলিগুড়ি- শঙ্কর ঘোষ
তেহট্ট- আশুতোষ পাল
রানাঘাট-পার্থসারথী চ্যটার্জী
রানাঘাট দক্ষিণ-মুকুটমণি অধিকারী
পানিহাটি-সন্ময় বন্দ্যোপাধ্যায়
রায়না- মানিক রায়
জামালপুর- বলরাম ব্যাপারী
কালিয়াগঞ্জ- সৌমেন রায়
স্বরূপনগর বৃন্দাবন সরকার
সাগরদীঘি- মাফুজা খাতুন
সুতি- কৌশিক দাস
জোড়াসাঁকো- মীনাদেবী পুরোহিত
কান্দি- গৌতম রায়
রায়না- মানিক রায়
মন্তেশ্বর- সৈকত পাঁজা
চোপড়া- মহম্মদ শাহিন আখতার
হবিবপুর- জুয়েল মূর্মূ