কলকাতা

পঞ্চায়েত ভোটের হিংসার প্রতিবাদে পুলিশের অনুমতি ছাড়াই কলকাতার রাজপথে বিজেপির মিছিল

বাংলার পঞ্চায়েত ভোটের হিংসার প্রতিবাদে কলকাতার রাজপথে বিজেপির মহামিছিল। পুলিশের অনুমতি ছাড়াই কলেজ স্কোয়ার থেকে শুরু বিজেপির মিছিল। মিছিলের পুরোভাগে নেতৃত্বে সুকান্ত, শুভেন্দু, দিলীপ সহ শীর্ষ নেতৃত্ব। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল বিজেপির। এদিনের মিছিলের মেলেনি পুলিশের অনুমতি। মিছিল রুখতে কলেজ স্ট্রীটের মুখে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করেছে। বাংলায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে তা অনন্য রাজ্যে গণতন্ত্র রক্ষা করতে গিয়েছে। রাজ্যের মানুষকে ভোটের জন্য শহীদ হতে হচ্ছে। সিপিএম- কংগ্রেসকে কটাক্ষ করে বলেন,  যাদের কর্মীরা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বাংলায় মার খাচ্ছে। সেই দলের নেতৃত্বরা দিল্লিতে বসে বিরোধীদের সঙ্গে চা খাচ্ছে। মিছিলের শুরুতেই বললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই এই মিছিল। পঞ্চায়েত ভোটের নামে রাজ্যজুড়ে প্রহসন হয়েছে। আমাদের কর্মীদের মনোনয়ন ছিনিয়ে নেওয়া হয়েছে। বহু কর্মীর মৃত্যু হয়েছে। তাই জনগনকে নিয়ে আজ পথে নেমেছি।