কলকাতা

পুরসভা অভিযানের মাঝপথেই ছত্রভঙ্গ বিজেপির মিছিল, আটক বহু নেতা ও কর্মী, মিছিলে অংশই নিলেন না শুভেন্দু

ভুয়ো ভ্যাকসিন কান্ডে সোমবার বিজেপির কলকাতা পুরসভা অভিযানের জের। বন্ধ করে দেওয়া হয়েছে পুরসভার সব গেট। বন্ধ সমস্ত নাগরিক পরিষেবা। ভুক্তভোগী শহর তথা বিভিন্ন জায়গা থেকে আসা নাগরিকেরা। বিকেল চারটের আগে পুরসভায় কোনও কাজ হবে না বলে জানানো হয়েছে। কলকাতা পুরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল মহানগরের রাজপথে৷ মিছিল শুরু হতেই পুলিশ তা আটকে দেয়৷ তা নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সোমবার দুপুরে৷ অন্যদিকে, এদিকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল ঢোকার পরই পুলিশের সঙ্গে শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। এক বিজেপি মহিলা কর্মী অসুস্থও হয়ে পড়েন। পরবর্তী দলের কর্মীদের চিকিত্‍সায় সুস্থ হয়ে ওঠেন তিনিএছাড়া চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে আটকে দেওয়া হল বিজেপির মিছিল।  কিছুক্ষণ প্রতিবাদের পরে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশকে ধোঁকা দিতে শেষ মুহূর্তে রুট বদল করেও পুরসভায় পৌঁছতে পারলেন না গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। তৎপরতার সঙ্গে কয়েক মিনিটেই বিজেপির মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ। মিছিল করতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধায়ক মিহির গোস্বামী, বিধায়ক অগ্নিমিত্রা পাল, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা সায়ন্তন বসু-সহ একাধিক বিজেপি নেতা-কর্মীকে আটক করে পুলিশ। ফলে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আর কেউই ছিলেন না। এরপরই বিজেপির পুরসভা অভিযান ‘শেষ’ হয়ে যায়। এছারাও মহামারী আইনে আটক করা হয় বহু কর্মীকেও। ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে আজ বিজেপির লালবাড়ি অভিযান ফ্লপ। অন্য দিকে মুরলীধর সেন লেনে পার্টি অফিসে ফিরে যান রাজ্য নেতারা। সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল শুরু করে দিয়েছে পুলিশ।  উল্লেখযোগ্য ভাবে এই মিছিলে আজ হাজির ছিলেন না দলের জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধুমাত্র দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়রা ছিলেন সামনের সারিতে।