জেলা

রামপুরহাট কান্ডের বিচার চেয়ে আদালতে বিজেপি

রামপুরহাটের হিংসায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাইলেন বিজেপি-র লিগাল সেলের আইনজীবীরা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত হ্স্তক্ষেপের আর্জি জানানো হয়। ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলা করবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে উচ্চ আদালত। তবে, বিজেপির লিগাল সেলের আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। বীরভূমের রামপুরহাটের হিংসার ঘটনায় ইতিমধ্যে রাজ্যের তরফে সিট গঠন করা হয়েছে। এডিজি-সিআইডি জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে তিন সদস্যের দলে রয়েছেন মীরজ খালিদ ও ভরতলাল মিনা । তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দলও ঘটনাস্থলে যাচ্ছে। সোমবার ভরসন্ধ্যায় বোমা হামলায় নিহত হন রামপুরহাট-১ এর বরশাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ভাদু শেখের গ্রাম বগটুইয়ে ১০টা বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। গ্রামবাসীরা দাবি করেন আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু হয়।