১৪৮টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আর এদিনও প্রার্থী তালিকা ঘোষণার পরই বিভিন্ন জায়গায় বিক্ষোভ ফেটে পড়েন গেরুয়া শিবিরের কর্মীরা। এমনিতেই তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যাওয়া নেতা-মন্ত্রীদের প্রত্যেককে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার টিকিট দিয়েছে বিজেপি। তা নিয়ে দলের অভ্যন্তরে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা স্পষ্ট। আগেও রাজ্যের বহু জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সমর্থকরা। কলকাতা থেকে জেলায় গড়িয়েছে সেই বিক্ষোভ। কার্যত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ধারণা ছিল কিছু বর্ষীয়াণ নেতাকে প্রার্থী করে দলের অন্দরের ক্ষোভ প্রশমণ হবে। কিন্তু না দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার পর যে বিক্ষোভ দেখা গিয়েছিল, তার থেকেই বেশি অশান্তির আঁচ ছড়িয়েছে দিকে দিকে। পান্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, জগদ্দল ও উত্তরবঙ্গের একাধিক আসনে যাদের প্রার্থী করা হয়েছে তাদের মানছেন না বলে রাস্তায় কোথাও টায়ার জ্বেলে, আবার কোথাও পার্টি অফিসে ভাংচুর করে বিক্ষোভ দেখাচ্ছেন দলেরই কর্মীরা। মূলত আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা সাজাতে গিয়ে হিমশিম খেয়েছে রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই কখনও আদি আবার কখনও নব্য কিংবা তারকা প্রার্থীদের দিয়ে ঘটনার প্রলেপ দেওয়ার চেষ্টা করে অশান্তি কমানোর চেষ্টা করেছিল বিজেপি কিন্তু, না তাতে কোনও লাভ হয়নি। বরং দিনে দিনে বাড়ছে অন্তর্দ্বন্দ। আবার বৃহস্পতিবারের প্রার্থী তালিকায় চৌরঙ্গী থেকে শিখামিত্র চৌধুরী ও কাশিপুর-বেলগাছিয়া থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক মালা রায়ের স্বামী তরুণ সাহাকে প্রার্থী করায় শুরু হয়েছে জট। উত্তরপাড়ায় প্রবীর ঘোষাল প্রার্থী হওয়ার পর পোস্টার দেখা গিয়েছিল এলাকায়।এবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই দুর্গাপুরের পার্টি অফিসে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। দীপ্তাংশু চৌধুরীকে প্রার্থী করায় ব্যাপক বিক্ষোভ দেখান কর্মীরা। জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপি প্রার্থী করায় ব্যাপক বিক্ষোভ দেখান পাণ্ডবেশ্বরের গেরুয়া সমর্থকরা। কিছুদিন আগেই তৃণমূল থেকে বিজেপিতে নাম লিখিয়েছেন জিতেন্দ্র। এদিন দলীয় পতাকা ছিঁড়ে ফেললেন বিজেপি কর্মীরা। এদিনও পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালান বহু বিজেপি কর্মী-সমর্থক। জলপাইগুড়িতে দলের কার্যালয়ে ভাঙচুর করে ব্যানার ও ফেস্টুনে আগুন লাগিয়ে দিলেন কর্মীরা। প্রার্থী সুজিত সিনহাকে অপছন্দ দলীয় কর্মীদের। তাঁরা আশা করেছিলেন, এবার দীপেন প্রামানিককে প্রার্থী করবে বিজেপি। তেমনটা না হওয়াতেই দীপেন প্রামাণিকের অনুগামীরা বিক্ষোভ দেখান। দুর্গাপুর পূর্ব কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করেছেন অবসরপ্রাপ্ত কর্ণেল দীপ্তাংশু চৌধুরীকে। তাঁর নাম ঘোষণা হওয়ার পরই ক্ষোভ ফেটে পড়েন দলের কর্মীরা। এদের অনেকেই আদি বিজেপি বলে দাবি। দুর্গাপুরে বিদ্যাসাগর অ্য়াভিনিউয়ের বিজেপির কার্যালয়ে জড়ো হয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে কার্যালয়ে তালা দিয়ে ধরনায় বসে যান তাঁরা।এর পাশাপাশি প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ হয়েছে হরিশ্চন্দ্রপুর, ব্যারাকপুর ও রানাঘাটেও।