পশ্চিমবঙ্গে এতদিন যেকোনো ভোটের পরেই রাজ্যের নির্বাচন কমিশনকে তুলোধোনা করত বিরোধী দল। এতদিন সেটাই ছিল দস্তুর। তবে এবারের ভোট সত্যি আলাদা। প্রথম দফা ভোটের পরে এবার নির্বাচন কমিশনের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি। কমিশনকে ধন্যবাদ দিয়ে দিন শেষের আগেই সাংবাদিক সম্মেলনে জোরালো দাবি করলেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কৈলাশ বিজয়বর্গীয় দাবি করলেন, প্রথম দফায় ৯০ শতাংশ ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শান্তিতে ভোট করার জন্য তিনি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ দেন। কৈলাস বিজয়বর্গীয় আরো বলেন, গত ৬ বছরে এই প্রথমবার রাজ্যের ভোটে কম রাগিং হয়েছে। নির্বাচন কমিশনের প্রশংসায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এই ৬ বছরে প্রথম নির্বাচন, যেখানে সবাই শান্তিপূর্ণ ও নির্ভিক ভাবে ভোট হচ্ছে। তাই নির্বাচন কমিশনকে ধন্যবাদ। প্রথম দফার ভোটে রিগিং কম হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করলাম, আগামী ভোটগুলিও যেন শান্তিপূর্ণ ভাবে হয়। দ্বিতীয় দফায় আরও সতর্ক হতে হবে।” এমনটাই বলেন তিনি। তবে নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়েও বিজেপি পর্যবেক্ষকের বক্তব্য, ভোটের সময় আইন শৃঙ্খলা ভঙ্গকারীদের আগে থেকেই জেলে পুরে রাখা উচিত। এতে আরো সুসম্পন্নভাবে ভোট আয়োজন করা সম্ভবপর হবে।