কলকাতা

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে প্রচার পেতে পাল্টা কর্মসূচি পথে বঙ্গ বিজেপি

আগামী ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলার দখল নেবে তৃণমূলের কর্মী সমর্থকরা। কাতারে কাতারে মানুষ ওইদিন মহানগরে উপস্থিত হবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে। আর সেদিনেই নিজেদের অস্তিত্ব জানান দিতে এবং প্রচারের আলোয় আসতে পাল্টা কর্মসূচি নিল দিশেহারা বঙ্গ বিজেপি। বুধবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। এদিন কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় পর্যন্ত যায়। এদিনের জমায়েত থেকে আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালনের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিডিও অফিস ঘেরাও করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং বর্তমান বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে বিভিন্ন সময় প্রকাশ্যে মত বিরোধ হয়েছে। কিন্তু সেই দ্বন্দ্ব দূরে রেখে বুধবার তিন রাজ্য স্তরের নেতা একযোগে শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান। পঞ্চায়েত ভোটে অনিয়ম হয়েছে এই অভিযোগ তুলে ২১ তারিখে বিডিও অফিস ঘেরাওয়ের কথা ঘোষণা করেছে পদ্ম শিবির। একইসঙ্গে এদিন সরকারি কর্মীদের বেনজির ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘যারা ভোট দিতে পারেননি তারা বিডিওদের রগড়াবে’ বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলনেতার এই হুঁশিয়ারির পর রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, ২১ তারিখে বড় ধরণের অশান্তি পাকাতে পারে বিজেপি।