জেলা

বিজেপি ‘অশান্তি’ আনবে, বিজেপি প্রার্থীর অশোক দিন্দার বেফাঁস টুইটে ট্রোল নেট দুনিয়ায়

তৃতীয় দফা ভোটের দিন রাজ্যে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানাতে বিজেপি প্রার্থীর বেফাঁস টুইটে আপাতত সরগরম নেট দুনিয়া। আপাতত বিজেপি প্রার্থী অশোক দিন্দার টুইট নেট নাগরিকদের কাছে হাসির খোরাক। কী লিখেছেন দিন্দা? ‘আর নয় রাজনৈতিক হত্যা। আসবে অশান্তি। শান্তির বার্তা নিয়ে বঙ্গে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদীজি। এবার আসবে আসল পরিবর্তন।’

তবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে “অশান্তি” শব্দটি যে ভুলবশত লেখা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সেটা বুঝতে পারছেন সবাই। এর আগেও অনেকবার অনেকে এইরকম ভুল টুইট করেছেন, সে নামের ক্ষেত্রে হোক বা কোনও তথ্যের ক্ষেত্রে। তখন ভুলটাকে মুছে আবার টুইট করেন তাঁরা। কিন্তু এই টুইট করার পর প্রায় ২৫ ঘণ্টা কেটে গেল এখনও তা ডিলিট করেননি দিন্দা।